মরণদশা ___ আহসান তানভিন Ahsan tanvin rip ================= মাঝরাতে তন্দ্রাঘোরে লিখতে বসিয়াছিলাম অচেতচিত্তে কিন্তু পরবর্তী অংশ হিসেবে চোখের জল ঢালিয়া দিলাম সাদাসিধা জীবনীতে। এতো গভীরতা আছে কি তাহলে- না কি সব কিছু ভালোই এই ভাবতে শুরু হয় জোছনা ছাতিম পড়া। জিবনের সুর বদলাতে হবে যেই ভাবা তেমন কাজ শুরুর আগেই মারা যেতে কপাল কুন্ডলীর অজুহাত। ছ্যাঁচোর দিন তো কি স্বপ্নগুলো ঠিকঠাক এঁকেছি ঐ চোখের জলে লিখেছি বলে অকালেই প্রাণ হারিয়েছি।। www.facebook.com/urahsan
Posts
- Get link
- X
- Other Apps
ইতি আহসান তানভিন (Ahsan Tanvin Rip) তুমি ছিলে চলনা ছলে বুঝিনি আমি বোকা আমি তোমার লুকোচুরির তলে_ তলিয়ে যাই অবেলায় জমা করেছি স্বপ্ন যা হারালো চুরির খেলায়। শিখিয়েছিলে হাত ধরে দিন রাত করে এক কোথায় সেই যুক্তিতর্ক বেশ এবার হয়েছে অনেক।। নিরবচ্ছিন্ন কিছুদিন কাটিয়ে সকল বেদনার প্রহর হ্যাঁ,চিত্ত পুড়ছে অনলে। সত্যি এতোটা বোকা কেউ হয় মিথে জল্পনার অবসান শুরু হলো নতুন করে ক্ষয় পিছু টানের নেই ভয়।।
Bangla Sad Lyrical Poem Written Ahsan Tanvin Rip
- Get link
- X
- Other Apps
তুমি ছিলে চলনা ছলে বুঝিনি আমি বোকা আমি তোমার লুকোচুরির তলে_ তলিয়ে যাই অবেলায় জমা করেছি স্বপ্ন যা হারালো চুরির খেলায়। শিখিয়েছিলে হাত ধরে দিন রাত করে এক কোথায় সেই যুক্তিতর্ক বেশ এবার হয়েছে অনেক।। নিরবচ্ছিন্ন কিছুদিন কাটিয়ে সকল বেদনার প্রহর হ্যাঁ,চিত্ত পুড়ছে অনলে। সত্যি এতোটা বোকা কেউ হয় মিথে জল্পনার অবসান শুরু হলো নতুন করে ক্ষয় নেই পিছু টানের ভয়।। www.facebook.com/ur.ahsanrip kur.ahsanrip