
ইতি আহসান তানভিন (Ahsan Tanvin Rip) তুমি ছিলে চলনা ছলে বুঝিনি আমি বোকা আমি তোমার লুকোচুরির তলে_ তলিয়ে যাই অবেলায় জমা করেছি স্বপ্ন যা হারালো চুরির খেলায়। শিখিয়েছিলে হাত ধরে দিন রাত করে এক কোথায় সেই যুক্তিতর্ক বেশ এবার হয়েছে অনেক।। নিরবচ্ছিন্ন কিছুদিন কাটিয়ে সকল বেদনার প্রহর হ্যাঁ,চিত্ত পুড়ছে অনলে। সত্যি এতোটা বোকা কেউ হয় মিথে জল্পনার অবসান শুরু হলো নতুন করে ক্ষয় পিছু টানের নেই ভয়।।